সাতকানিয়ায় ছিনতাইয়ের মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম মামুনুর রশিদ (২৯)।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার মাদার্শা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, মাদার্শা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের জয়নগর এলাকার আলতাফ মিয়ার পুত্র সাজাপ্রাপ্ত আসামী মামুনুর রশিদ দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
আজ এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার এএসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃত মামুনুর রশিদ একটি ছিনতাইয়ের মামলায় ২ বছরের সশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রাপ্ত পলাতক আসামী।
আজ তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে।