সাতই মার্চ রেসকোর্স ময়দানে
বঙ্গবন্ধুর কালজয়ী সে ভাষণে
সাড়ে সাত কোটি বাঙালির চেতনা
জাগে ভাঙতে শিকল পরাধীনতা।
তাঁর তর্জনীর দীপ্ত ইশারায়
স্বাধীনতা পেতে আশা জাগায়
প্রেরণাদায়ী তেজোদীপ্ত কথামালা
ছড়িয়ে পড়ে বাতাসে সারা বাংলা।
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম
এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম
এক মন্ত্রমুগ্ধ সাধকের আহ্বান
বাঙালির হৃদয়ে গাঁথে ঐক্যতান।
মুক্তিযোদ্ধা অস্ত্র হাতে যুদ্ধে নামে
স্বাধীনতা আনবে তারা চড়া দামে
পরাধীন শৃঙ্খল ভাঙতে নেয় শপথ
পাক সামরিক জান্তা ব্যর্থ মনোরথ।
শত্রুমুক্ত করে দেশ করলো স্বাধীন
স্বাধীনতার তরে লাখো শহীদের ঋণ
যুগে যুগে সাতই মার্চের ঘোষণা
অধিকার আদায়ে জাগায় প্রেরণা।