সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর দাফন সম্পন্ন

প্রধানমন্ত্রীর শোক

আজাদী প্রতিবেদন | রবিবার , ১ অক্টোবর, ২০২৩ at ৫:৪৩ পূর্বাহ্ণ

প্রবীণ সাংবাদিক, দৈনিক আজাদীর সাবেক চিফ রিপোর্টার হেলাল উদ্দিন চৌধুরীর দাফন সম্পন্ন হয়েছে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল এক শোক বার্তায় প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

গতকাল বাদ জোহর নগরীর হযরত মিসকিন শাহ (.) এর মাজার প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে মরহুমের লাশ স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় জাতীয় সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুস সালাম, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দর চৌধুরী বাবুল, মহানগর আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল ছাড়াও বিপুল সংখ্যক রাজনীতিবিদ, শিক্ষক, সাহিত্যিক, সাংবাদিকসহ সমাজের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। এর আগে মরহুমের মরদেহে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।

শোক প্রকাশ : চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক হেলাল উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম১১ আসনের সংসদ সদস্য এম এ লতিফ, প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, উপউপাচার্য প্রফেসর ড. কাজী শামীম সুলতানা, ট্রেজারার প্রফেসর ড. তৌফিক সাঈদ, রেজিস্ট্রার খুরশিদুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক শেখ মুহাম্মদ ইব্রাহীম এবং অন্যান্য শিক্ষকশিক্ষিকা ও কর্মকর্তাকর্মচারীবৃন্দ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান, চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালকমণ্ডলীর পক্ষে সভাপতি ওমর হাজ্জাজ, সিনিয়র সহসভাপতি তরফদার মো. রুহুল আমিন, সহসভাপতি রাইসা মাহবুব, চিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির সভাপতি দাউদুল ইসলাম, সম্পাদক নজরুল ইসলাম লিটন, চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি আবু তাহের ও সম্পাদক ওসমান গনি টিপু।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনকে সামনে রেখে একটি মহল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়
পরবর্তী নিবন্ধ১৭ মিনিটের ব্যবধানে চলে গেলেন দুই এমপি