সাংবাদিক ‘দৈনিক সেবক’ এর প্রতিষ্ঠাতা সম্পাদক হাবিবুর রহমান খানের ৩৬তম মৃত্যুবাষিকী আজ রবিবার। ১৯৮৫ সালের ২০জুন পবিত্র ঈদুল ফিতরের দিনে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। দু’যুগেরও অধিক সময় তিনি সাংবাদিকতা পেশার সাথে জড়িত ছিলেন।
পেশাগত জীবনে তিনি দৈনিক আজাদীর প্রথম বার্তা সম্পাদক, দৈনিক নয়াবাংলার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক, ইস্টার্ন এক্সামিনার এর র্বাতা সম্পাদক, দৈনিক আজান ইত্যাদি পত্রিকায় গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন। ১৯৩০ সালে চট্টগ্রামের পটিয়া থানার ওকন্যারা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে সাংবাদিক হাবিবুর রহমান খান জন্ম গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।