দৈনিক আজাদীর সহ-সম্পাদক সাংবাদিক মুহাম্মদ সাইফুল্লাহর কক্সবাজারের চকরিয়ার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়ায় গ্রামের বাড়িতে সংঘবদ্ধ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এ সময় তাঁর মা, বাবা ও স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত আহত করা হয়। ঘটনার আকস্মিকতায় সেখানে চিৎকার চেঁচামেচি শুরু হলে চারিদিক থেকে লোকজন জড়ো হয়ে
হামলাকারীদের একজনকে ধরে পিটুনি দিয়ে আটকে রাখে। এই অবস্থায় সন্ত্রাসীদের পরিবারের সদস্যরা (নারী-পুরুষ) সংঘবদ্ধ হয়ে ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে সাইফুল্লাহদের বাড়িতে ফের হামলা চালিয়ে তাকে ছাড়িয়ে নেয়। এ সময় একটি মোবাইলসহ নির্মাণাধীন বাড়ির বিভিন্ন মালামালও লুট করে।
গত ১৬ জুলাই ভোর চারটার দিকে সংঘটিত এই ঘটনায় সাইফুল্লাহ বাদী হয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি রুজু করেন। পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু পুলিশের পক্ষ থেকে ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিরুদ্ধে অদ্যাবদি কঠোর কোনো পদক্ষেপ না নেওয়ায় পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় পড়েছে।
সাইফুল্লাহর বাড়িতে হামলায় জড়িতরা হলো ভেওলা মানিকচরের মুবিনপাড়ার মোহাম্মদ বাবুলের ছেলে পুতিয়া (১৮), পশ্চিম সিকদার পাড়ার ছৈয়দ আহমদের ছেলে আবুল কালাম (৩৭), আবু তাহের (৩৫), আবুল কালামের স্ত্রী বুলবুলিসহ (২৭) সহ আরো কয়েকজন।
এই ঘটনার পর আতঙ্কে থাকা সাইফুল্লাহ জানান, বর্তমানে বাড়িতে স্ত্রী, বৃদ্ধ মা ও বাবা ছাড়া আর কেউ নেই। প্রতিনিয়ত সন্ত্রাসীরা হুমকি দিয়ে যাচ্ছে বড় ধরনের হামলাসহ নানা কাণ্ড ঘটানোর। এছাড়া তারা মিথ্যা মামলা দিয়ে আমাদের হয়রানির হুমকি দিচ্ছে। এই অবস্থায় চরম নিরাপত্তাহীতায় ভুগছেন পরিবারের সদস্যরা।
এই ব্যাপারে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। পরিবারটির নিরাপত্তায় পুলিশ সর্বদা সাড়া দেবে।