চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সদস্য, চ্যানেল ওয়ান, দিগন্ত টেলিভিশন এবং যমুনা টেলিভিশনের সাবেক সিনিয়র ক্যামেরাপার্সন নাসিরুল আলম গত ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাত দেড়টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নগরীর আসাদগঞ্জ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে… রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয়–স্বজন ও গুণগ্রাহী রেখে যান। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় বদরশাহ মসজিদ চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। নাসিরুল আলমের মৃত্যুতে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ ও সাধারণ সম্পাদক সালেহ নোমান এক যৌথ বিবৃতিতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নাসিরুল আলমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রেস বিজ্ঞপ্তি।