সহিংসতা প্রতিরোধে নারীকে ঐক্যবদ্ধ থাকতে হবে

‘আবৃত্তির নারী’ সম্মিলনে বক্তারা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৪ মার্চ, ২০২৪ at ৮:৪১ পূর্বাহ্ণ

চট্টগ্রামে ‘আবৃত্তির নারী’ সম্মিলনে বরেণ্য আবৃত্তিশিল্পী আহ্‌কাম উল্লাহ বলেন, সারা বাংলাদেশে নারীর ওপর সকল নির্যাতন ও সহিংসতা প্রতিরোধে নারীকে ঐক্যবদ্ধ থাকতে হবে, নির্যাতনের বিরুদ্ধে নামতে হবে সমাজের সকল পেশার মানুষের, নারী কখনো করুণার বস্তু নয়, যে নারী পুরুষের করুণা নিয়ে বেঁচে থাকতে চাইবে সেই নারী কখনো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে না। তাই আসুন একটি সমৃদ্ধ, সুখী ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে নারীদেরকে সাথে নিয়ে আমরা নারীর প্রতি সকল বৈষম্য ও নির্যাতন প্রতিরোধ করি। আবৃত্তিশিল্পী নাজমুল আলিম সাদেকী সুমনের সঞ্চালনায় প্রমা মিলনায়তনে আবৃত্তির নারী শক্তি প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত নারী আবৃত্তিশিল্পীদের এক অনুষ্ঠানে তিনি এ অভিমত ব্যক্ত করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চিত্রনায়ক রিয়াজ, সাংবাদিক জ ই মামুন, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সাংগঠনিক সম্পাদক আবৃত্তিশিল্পী দেবাশিস রুদ্র ও আবৃত্তির নারী শক্তি প্ল্যাটফর্মের চট্টগ্রামের সমন্বয়ক কংকন দাশ। চিত্রনায়ক রিয়াজ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে নারীপুরুষ একসাথে অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে কাজ করতে হবে। একটি দেশের সাংস্কৃতিক বিপ্লব ত্বরান্বিত না হলে ধর্মান্ধতা আমাদের কুসংস্কারাচ্ছন্ন সমাজের দিকে ঠেলে দিবে। সাংবাদিক জ. . মামুন বলেন, নারীদের অদম্য ইচ্ছাশক্তির বাস্তব রূপ দিতে পারলেই সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে। নারীদের প্রতিবাদী হওয়া এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি। শতাধিক নারীর উপস্থিতিতে আয়োজিত অনুষ্ঠানে নারী আবৃত্তিশিল্পীরা তাদের মতামত ব্যক্ত করে আগামী দিনগুলোতে নারীকে মানুষ হিসেবে মর্যাদা দেয়ার সংগ্রামে ঐক্যবদ্ধতার কথা বলেন। অনুষ্ঠানে আগামী ৮ মার্চ বিশ্ব নারী দিবসে চেরাগী চত্বরে সমবেত অনুষ্ঠান উদযাপনের পরিকল্পনা গ্রহণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে আল্ট্রাসনো মেশিন দিলেন এমপি মুজিবুর রহমান
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীরা আলোকিত হলে দেশ আলোকিত হবে