সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলা সর্বোচ্চ পেশাদারিত্ব দিয়ে তদন্ত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রাম মেট্রো ইউনিটের ইনচার্জ পুলিশ সুপার নাইমা সুলতানা। গতকাল বিকালে চট্টগ্রাম আদালতে মামলার অভিযোগপত্র জমা দিয়ে এক ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন। খবর বাংলানিউজের।
তিনি বলেন, তদন্তে যাদের নাম এসেছে তাদের আসামি করা হয়েছে। বাবুল আক্তার কীভাবে হত্যাকাণ্ডে জড়িত তার তথ্য প্রমাণ পেয়েই অভিযোগপত্র জমা দিয়েছি। পিবিআই কখনো পেশাদারিত্বের বাইরে যায়নি। আড়াই বছর তদন্ত শেষে সব রকমের তথ্য প্রমাণের ভিত্তিতে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে। কারা কারা জড়িত আমরা সাক্ষ্য প্রমাণ পেয়েছি।