সর্বজনীন পেনশন স্কিম নাগরিকের সুরক্ষা নিশ্চিত করবে

টেরীবাজারে আলোচনা সভায় জেলা প্রশাসক

| বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১১:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেছেন, সর্বজনীন পেনশন স্কিম প্রত্যেক নাগরিকের সুরক্ষা নিশ্চিত করবে। আত্মমর্যাদাশীল জাতি হিসেবে গড়ে উঠার জন্য সর্বজনীন পেনশন স্কিম অত্যন্ত জরুরি।

গতকাল বুধবার টেরীবাজার ব্যবসায়ী সমিতির কার্যালয়ে টেরীবাজারের ব্যবসায়ী ও কর্মচারী ভাইদের মাঝে সর্বজনীন পেনশন স্কিম ঃ সচেতনতা ও স্পর্ট রেজিস্ট্রেশন বিষয়ক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টেরীবাজার ব্যবসায়ী সমিতি সভার আয়োজন করেন। সভায় কয়েকজন ব্যবসায়ী ও কর্মচারীর সর্বজনীন পেনশন স্কিমের স্পর্ট রেজিস্ট্রেশনের উদ্বোধন করেন জেলা প্রশাসক।

টেরীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আমিনুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহমদ হোছাইনের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চিটাগাং চেম্বারের পরিচালক অহিদ সিরাজ চৌধুরী স্বপন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একেএম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাদি উর রহিম জাদিদ, দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় আগুনে পুড়ল ৪ বসতঘর
পরবর্তী নিবন্ধদি সিনিয়র সিটিজেন্স সোসাইটি চট্টগ্রাম শাখার উপদেষ্টা পরিষদ গঠিত