সীতাকুণ্ড উপজেলা মৎস্যলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কেটা অনুষ্ঠান পৌরসদরের একটি রেস্টুরেন্টে উপজেলা মৎস্যলীগের আহবায়ক মো. জুলফিকার উদ্দিনের সভাপতিত্বে গতকাল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভুঁইয়া। তিনি বলেন, মৎস্যলীগ বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠন। মৎস্যলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে শুধু কেক কেটে আলোচনা সভা করলে চলবে না, দেশের ক্লান্তিকালে দলের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে।
উপজেলা মৎস্যলীগের সদস্য সচিব জীবন কৃষ্ণ দাশের পরিচালনায় বক্তব্য রাখেন এজেএম মহসিন জাহাঙ্গীর, মো. আবদুল হাদি, উপেন্দ জলদাশ, মাইমুন উদ্দিন মামুন, রতন মিত্র, সাঈদ মিয়া, মো.আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের, ভক্ত জলদাশ, দোলন নাথ, সদস্য ধর্মচরণ দাশ, আলাউদ্দিন, ইকবাল হোসেন, নিমূল জলদাশ, বাচারাম জলদাশ, নুরুন নবী, দিদারুল আলম, সুধির চন্দ্র দাশ, নন্দ হরি, রুপম জলদাশ, ইন্দ্র জলদাশ ও জসিম।