সম্প্রসারিত ১শ শয্যার নতুন করোনা ওয়ার্ড উদ্বোধন

মা ও শিশু হাসপাতাল ।। প্রস্তাবিত ক্যান্সার হাসপাতালের জন্য সহযাগিতার আশ্বাস

| রবিবার , ৬ ডিসেম্বর, ২০২০ at ১০:৩২ পূর্বাহ্ণ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব (স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ) মো. আলী নূর বলেছেন, বাংলাদেশে ইতোমধ্যে করোনা সংক্রমণের ২য় ঢেউ শুরু হয়ে গেছে। চট্টগ্রামেও করোনা রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনার এই ২য় ঢেউ মোকাবেলায় সরকারের আহ্বানে সাড়া দিয়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের করোনা ওয়ার্ডে আরো ১০০ শয্যা বৃদ্ধি করা হয়েছে। তিনি গতকাল শনিবার প্রধান অতিথি হিসেবে সম্প্রসারিত ওয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন। এ উপলক্ষে হাসপাতালের লেকচার গ্যালারিতে কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ, অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব আজম খান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, চট্টগ্রামের পরিচালক (যুগ্ম সচিব) হাবিবুর রহমান, বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), ডা. হাসান শাহরিয়ার কবীর, জেলা পরিবার কল্যাণ কার্যালয়ের উপ-পরিচালক ডা. উফা উখে ববি। বক্তব্য দেন, কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী ডা. আঞ্জুমান আরা ইসলাম, জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডা. মো. আরিফুল আমীন, ট্রেজারার মো. রেজাউল করিম আজাদ, চমাশিহা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক (ডা.) এ এস এম মোস্তাক আহমেদ, হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক (ডা.) শেখ মোহাম্মদ হাছান মামুন, অনকোলজি বিভাগের বিভাগীয় প্রধান ডা. শেফাতুজ্জাহান। প্রধান অতিথি হাসপাতালের কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন এবং ১০০ শয্যা বিশিষ্ট নতুন করোনা ওয়ার্ডের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি করোনা মাহামারীতে বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে নিজ উদ্যোগে প্রথম এই হাসপাতাল এগিয়ে আসার জন্য এবং সফলভাবে করোনা চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার জন্য কার্যনির্বাহী কমিটিসহ ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীকে ধন্যবাদ জানান। তিনি করোনা ওয়ার্ডের জন্য হাসপাতালের চাহিদা অনুযায়ী সরকারি অনুদান, ডাক্তার, নার্স প্রদানের ব্যাপারে এবং প্রস্তাবিত ক্যান্সার হাসপাতালের জন্য প্রয়োজনীয় সহযাগিতা করার আশ্বাস প্রদান করেন। কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. কামরুন নাহার দস্তগীর, ইঞ্জিনিয়ার এম আলী আশরাফ, রেখা আলম চৌধুরী, অধ্যক্ষ লায়ন মোহাম্মদ সানাউল্লাহ, মো. আহছান উল্যাহ, এস এম কুতুব উদ্দিন, মো. জাহিদুল হাসান, মো. হারুন ইউছুপ, ইঞ্জিনিয়ার মো. জাবেদ আবছার চৌধুরী, মো. শহীদউল্লাহ, সৈয়দ মোহাম্মদ আজিজ নাজিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচকরিয়ায় ছয় মামলা, ২৬ হাইড্রোলিক হর্ন অপসারণ
পরবর্তী নিবন্ধবাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে অনেকদূর এগিয়ে গেছে