বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে অনেকদূর এগিয়ে গেছে

ইউএসটিসিতে আন্তর্জাতিক কনফারেন্স উদ্বোধনে শিক্ষামন্ত্রী

আজাদী ডেস্ক | রবিবার , ৬ ডিসেম্বর, ২০২০ at ১০:৩২ পূর্বাহ্ণ

বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (ইউএসটিসি) ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস (ইউটিপি)-এর যৌথ উদ্যোগে মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশের প্রথম চতুর্থ শিল্প বিপ্লবের উপর দু’দিনব্যাপী ভার্চুয়াল আন্তর্জাতিক কনফারেন্সের প্রথমদিন গতকাল অনুষ্ঠিত হয়েছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি উক্ত কনফারেন্স উদ্বোধন করেন। এই কনফারেন্স উদ্বোধনের মধ্য দিয়ে জাতীয় অধ্যাপক ডা. নুরুল ইসলাম ইনস্টিটিউট অব ফোরথ ইন্ডাস্ট্রিয়াল রিভল্যুয়েশন-এর কার্যক্রম শুরু হয়েছে। এতে স্বাগত বক্তব্য রাখেন ইউএসটিসি’র উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম। উদ্বোধনী বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, বাংলাদেশ এখন বিশ্বের সাথে তাল মিলিয়ে অনেকদূর এগিয়েছে। ইউএসটিসি আয়োজিত প্রথম আন্তর্জাতিক কনফারেন্স-এর মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্বের অন্যান্য দেশের সাথে যুগপৎ চতুর্থ শিল্প বিপ্লবের দিকে ধাবিত হচ্ছে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে দেশ আরও এক ধাপ এগিয়ে গেছে। শিক্ষামন্ত্রী তার বক্তব্যে চতুর্থ শিল্প বিপ্লবে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। ইউএসটিসি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আহমেদ ইফতেখারুল ইসলাম, মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস (ইউটিপি)-এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইব্রাহীম বিন আবদুল মোতালিব ও ডেপুটি ভাইস চ্যান্সেলর হিলমি কনফারেন্স শুরুতে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন। উক্ত আন্তর্জাতিক কনফারেন্স-এর সভাপতিত্ব করবেন ইউএসটিসি’র উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
বক্তব্য রাখেন এমআইটির সিস্টেম এ্যাডমিনিস্টেট্রর প্রফেসর মিজানুল এইচ চৌধুরী, ইউএসএ-এর টেকনোফ-এর প্রেসিডেন্ট ও কো-ফাউন্ডার ড. ফয়সল কাদের, ইউএসএ-এর ক্যালিফোনিয়ার সিলিকন ভেলী’র প্রেসিডেন্ট ও সিইও প্রফেসর ড. জাহাঙ্গীর দেওয়ান, বুয়েট-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এম. কায়কোবাদ, ড. এম সোহেল রানা, ড. তোফায়েল আহমদ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসম্প্রসারিত ১শ শয্যার নতুন করোনা ওয়ার্ড উদ্বোধন
পরবর্তী নিবন্ধ‘তারেক তারেক জিন্দাবাদ’ করে লাভ হবে না : জাফরুল্লাহ