গ্রাম থেকে শহরে আসা এক তরুণীর পড়াশোনা, প্রেম, সংগ্রাম আর ভুল সিদ্ধান্তে কী হয়-সেই গল্প নিয়ে নির্মিত হচ্ছে একক নাটক ‘পগ গার্ল’। আপেল আকবরের কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে নাটকটি নির্মাণ করছেন সাজিন খান। এতে অভিনয় করছেন ইভান সাইর, সুস্মিতা সিনহা, শাফায়েত দুর্জয়, সহিদ চিশতী, মারিয়া অনন্যা, ইনাইনা এলিজাবেথ, সাজ্জাদসহ অনেকে। খবর বাংলানিউজের।
নাটকটি প্রসঙ্গে পরিচালক সাজিন খান বলেন, কমেডি ধাঁচের হলেও প্রেম ভালোবাসাকে নিজের স্বার্থে আত্মকেন্দ্রিক গল্প ‘পগ গার্ল’। আপেল আকবর ভাই দুর্দান্ত একটি গল্প লিখেছেন। অভিনয় শিল্পীরাও ভালো অভিনয় করেছে।
আশা করছি দর্শকরা নাটকটি উপভোগ করবে। ঘুড্ডি নেটওয়ার্কের প্রযোজনায় শনিবার থেকে রাজধানীর উত্তরায় নাটকটির শুটিং চলছে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, আগামী ঈদুল আযহায় ঘুড্ডি নেটওয়ার্কের ইউটিউব চ্যানেল এবং একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।