সমৃদ্ধ আগামীর বিশ্ব গড়তে সকলকে এগিয়ে আসতে হবে

দৃষ্টির ছায়া জাতিসংঘ কর্মশালায় প্রফেসর নসরুল কদির

| রবিবার , ১৭ নভেম্বর, ২০২৪ at ৯:২১ পূর্বাহ্ণ

দৃষ্টি চট্টগ্রামের আয়োজনে গতকাল শনিবার চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) অডিটরিয়ামে অনুষ্ঠিত হয় মডেল ইউনাইটেড নেশন্স (ছায়া জাতিসংঘ) বিষয়ক কর্মশালা। কর্মশালা উদ্বোধন করেন চবি ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. এস এম নছরুল কদির। দৃষ্টির সভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্ব এই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য দেন, সিআইইউ ক্যারিয়ার সার্ভিসের পরিচালক রুমা দাশ, দৃষ্টির প্রতিষ্ঠাতা মাসুদ বকুল, ব্যাংকার রাশেদুল আমিন রাশেদ, সাংবাদিক মুজিবুল হক, দৃষ্টির সাংগঠনিক সম্পাদক মুন্না মজুমদার ও সিইউমুনার সাংগঠনিক সম্পাদক রেহেনুমা তাবাসসুম।

কর্মশালা উদ্বোধন করতে গিয়ে চবি ব্যবসা প্রশাসন অনুষদের ডিন প্রফেসর এম. নসরুল কাদির বলেন, আমরা ছোটবেলায় এই সুযোগগুলো পাইনি, কিন্তু তোমরা ভাগ্যবান। এটি তোমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সময়। এর মাধ্যমে বৈশ্বিক ইস্যু নিয়ে আলোচনা, বিতর্ক এবং সমস্যা সমাধানের মাধ্যমে তোমরা বৈশ্বিক সমস্যা যেমন জলবায়ু পরিবর্তন, মানবাধিকার, নিরাপত্তা, শিক্ষা এবং দারিদ্র্য বিমোচনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। যদি ঠিকভাবে কাজে লাগাও, সফলতা নিশ্চিত। আগামীর সমৃদ্ধ বিশ্ব গড়ে সকলকে এগিয়ে আসতে হবে।

সিআইইউর রুমা দাশ বলেন, আগামী বিশ্ব তরুণ প্রজন্মের হাতে গড়ে উঠবে। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় নিজেকে দক্ষ নাগরিক হিসেবে তোলার বিকল্প নেই। রাশেদুল আমিন রাশেদ বলেন, আগামীর বিশ্ব তরুণ প্রজন্মের বিশ্ব। তরুণ প্রজন্মকে এ চ্যালেঞ্জ মোকাবিলা নিজেকে তৈরি করতে হবে। মহানগরীর ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩৭ জন শিক্ষার্থীর অংশগ্রহণে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন চিটাগাং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশন্স এসোসিয়েশন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধঘুমের মধ্যে স্ট্রোক করে যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধসাফজয়ীদের পুরস্কার দেবে অলিম্পিক অ্যাসোসিয়েশন