নগরীর থিয়েটার ইন্সটিটিউট চট্টগ্রাম মিলনায়তনে গতকাল শনিবার বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রামের ‘বরেণ্য ৫৮ ও উচ্ছ্বল ৫৯’ আবর্তনের প্রশিক্ষণার্থীদের সমাবর্তনের আয়োজন করা হয়।
বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সহ–সভাপতি আবৃত্তিশিল্পী সুবর্ণা চৌধুরীর সভাপতিত্বে এতে অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্টগ্রামের চেয়ারম্যান অধ্যাপক মুস্তফা কামরুল আখতার, লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা, দৈনিক আজাদী‘র চীফ রিপোর্টার হাসান আকবর। শুভেচ্ছা বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক এস এম আব্দুল আজিজ। আবৃত্তিশিল্পী শংকর প্রসাদ নাথ ও শান্তা সেনগুপ্তার সঞ্চালনায় আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক আবৃত্তিশিল্পী সাজেদুল আনোয়ার।
অনুষ্ঠানে অধ্যাপক মুস্তফা কামরুল আখতার বলেন, আমার বাবার কাছ থেকে ছোটবেলায় আমার আবৃত্তির হাতেখড়ি। বাবাই আমাকে এ শিল্পের তৃষ্ণা এখনো অতৃপ্ত রেখেছেন। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ শিল্পকর্মে মানুষ। যেখানে সৃজনশীল মানুষ সবথেকে এগিয়ে। অধ্যাপক হাসিনা জাকারিয়া বেলা বলেন, বাংলাদেশের প্রথম আবৃত্তি স্কুল বোধন আবৃত্তি স্কুল চট্টগ্রাম। সেই থেকে বোধন নিরন্তর প্রচেষ্ঠায় এ দেশে আঁধার ভেঙে আলোর মশাল জ্বেলে রেখেছে সমাজের শোষণ, বঞ্চনা, অনাচার, অবিচার একদিন বিতাড়িত করার প্রত্যয়ে। তাই সৃজনশীলতা জেগে থাকলে আপনাকে কেউ টলাতে পারবে না। তাই আঁধার চলে যাক, আলো ফিরে আসুক। দৈনিক আজাদীর চীফ রিপোর্টার হাসান আকবর বলেন, আমাদের ছোটবেলায় আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতার মতো সৃজনশীল বিষয়ে তেমন কোনো প্রাতিষ্ঠানিক সুযোগ ছিলো না। সপ্তাহের শেষদিনের জন্য আমরা অপেক্ষায় থাকতাম বিতর্ক ও আবৃত্তির রিহার্সালে। আজ বোধন আবৃত্তি স্কুলের মতো সৃজনশীল শিল্পমাধ্যমে আপনাদের যুক্ত হওয়া নিজেকে যেমন সমাদৃত করেছেন তেমনি মানবিক মানুষে বিকশিত হতে আপনাদের এগিয়ে রাখবে। আলাপ পর্বে অতিথিরা বরেণ্য ৫৮ ও উচ্ছ্বল ৫৯ আবর্তনে উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের সনদ প্রদান করেন। তবে সমাবর্তনের আনুষ্ঠানিকতায় একক আবৃত্তিতে ভিন্নতা এনে দেয় বোধনের সদস্য সুচয়ন সেনগুপ্ত, শর্মিলা বড়ুয়ার একক আবৃত্তিতে।
আলাপের পরই একক ও দলীয় আবৃত্তি পরিবেশনায় দুই আবর্তনের উত্তীর্ণ প্রশিক্ষণার্থীরা অংশ নেন। এরপর বড়দের দলীয় পরিবেশনায় ছিলো আবৃত্তিশিল্পী পলি ঘোষ, লিংকন বিশ্বাস ও শর্মিলা বড়ুয়া মহড়া পরিচালনায় ‘মিছিলের রাজপথ’। সমাবর্তনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের যুগ্ম–সম্পাদক ইসমাইল চৌধুরী সোহেল, সাংগঠনিক সম্পাদক গৌতম চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিপ্লব কুমার শীল, আবৃত্তিশিল্পী লিমা চৌধুরী, জসিম উদ্দিন, সাজ্জাদ চৌধুরী প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।