সময় এবং সম্পর্ক

খালেদা লিপি | বৃহস্পতিবার , ৯ মে, ২০২৪ at ১০:৪৯ পূর্বাহ্ণ

ভুলে যাওয়া যায় সব? নিষ্প্রভ প্রশ্ন

ভুলে যাওয়ার কথা হতেই চুকে বুকে যায় কি সম্পর্ক!

যেনো লু হাওয়ায় উড়িয়ে নিয়ে যায় সব

যে সম্পর্কে ভালোবাসা ছিলো, ভুলে না যাওয়ার শপথ ছিলো।

মানুষ বদলে যায়, মানুষ যেনো প্রকৃতি

কেমন বদলায় ঋতুর মতো নীরবে।

কতো কতো পথ পায়ে পায়ে হাঁটা,

কতো কতো রাত কথা বলে বলে জেগে থাকা।

আহা, অনুপম স্বর্গীয় সময়।

অতীত স্মৃতি রোমন্থনে যন্ত্রণাদগ্ধ হৃদয়

তবুও বেঁচে থাকা মৌনতায় পাড়ি দিয়ে জনারণ্যে প্রতিটি মুহূর্ত।

এভাবে সম্পর্কের সুতো ছিঁড়ে যায়! নিষ্প্রভ প্রশ্ন

প্রগাঢ়ভাবে অনুভব সর্বদা অংকুরিত সেসব স্বপ্ন।

স্বপ্ন ভেঙে যেতে পারে কিন্তু তা টুকরো টুকরো হয়ে

হৃদয়ের গভীরে ছড়িয়ে ছিটিয়ে থাকে।

স্বপ্ন কখনও ভেসে চলে যায় না

স্বপ্নগুলোর জায়গা দখল করে নেয় তির্যক দুঃখরা।

সময়ের সাথে সাথে দুঃখরা বাড়তে থাকে জ্যামিতিক হারে।

মুখোমুখি না হবার প্রতিশ্রুতিতে ঘোলাটে জীবনে

আজীবন সুখ হলো আরাধ্য বস্তু।

পূর্ববর্তী নিবন্ধএ শহর এখন
পরবর্তী নিবন্ধপ্রত্যাশা