হুইপ সামশুল হক চৌধুরী বলেন, গৌতম বুদ্ধের অহিংস বাণী মানুষের মাঝে ছড়িয়ে দিয়ে বঙ্গবন্ধুর অসামপ্রদায়িক সোনার বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সমপ্রীতির চারণভূমি এই বাংলাদেশে ধর্ম যার যার উৎসব সবার। ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একসাথে হাতে হাত মিলিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ভিশন বাস্তবায়নে কাজ করে যেতে হবে।
গত শুক্রবার পটিয়ায় কর্ত্তালা-বেলখাইন সদ্ধর্মালংকার বিহারে দানোত্তম কঠিন চীবর দানোৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে দানোৎসবে উদ্বোধক ছিলেন বিহারাধ্যক্ষ প্রজ্ঞানন্দ মহাথের। প্রধান জ্ঞাতি ছিলেন বসুমিত্র মহাস্থবির। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা. বিদ্যুৎ বড়ুয়া। বিশেষ আলোচক ছিলেন প্রজ্ঞাসার মহাস্থবির, বোধিমিত্র মহাস্থবির, জ্ঞানরক্ষিত মহাস্থবির। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শাহীনুল ইসলাম সানু, অনিন্দ্য টিটো, ব্যাংকার দুলাল বড়ুয়া, সাগর বড়ুয়া ববি, আপন বড়ুয়া প্রমুখ। রাতে কর্ত্তালা মিতালি সংস্থার উদ্যোগে সংস্থার সভাপতি বিপ্লব বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সংস্থার সাবেক নেতৃবৃন্দকে সম্মাননা প্রদান, ক্রীড়ার পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।