মা ও শিশু হাসপাতাল নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ

| রবিবার , ৭ নভেম্বর, ২০২১ at ৮:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্ব গ্রহণ উপলক্ষে নবনির্বাচিত ও বিদায়ী কমিটির এক যৌথ সভা গতকাল শনিবার বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেনের সভাপতিত্বে হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। বিদায়ী কমিটির পক্ষে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট প্রফেসর ডা. এম এ তাহের খান গত ৩০ অক্টোবর সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে তাকে এবং তার পূর্ণ প্যানেলকে নির্বাচিত করার জন্য আজীবন সদস্য/সদস্যাগনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি প্রধান নির্বাচন কমিশনার ও চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান সহ নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ, হাসপাতালের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ এবং নির্বাচনের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। তিনি সবাইকে হাসপাতালের উন্নয়নে এক সাথে কাজ করার আহবান জানান। নবনির্বাচিত জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ তার প্যানেলকে নির্বাচিত করার জন্য আজীবন সদস্য/সদস্যাগণকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি সকলকে হাসপাতালের উন্নয়নে একসাথে কাজ করার আহবান জানান এবং সবার সহযোগিতা কামনা করেন। সভায় নবনির্বাচিত কমিটির সদস্যগণ তাদের অনুভূতি ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহরা মুজিব সৈনিকের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধসমপ্রীতির চারণভূমি বাংলাদেশে ধর্ম যার যার উৎসব সবার