সব পূজামণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রদান করা হবে

মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার

| মঙ্গলবার , ২৪ সেপ্টেম্বর, ২০২৪ at ৯:০৩ পূর্বাহ্ণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে পূজা উদ্‌যাপন পরিষদের সাথে গতকাল সোমবার জেলা পুলিশ সুপার চট্টগ্রাম সম্মেলন কক্ষে জেলা পুলিশ সুপার রায়হান উদ্দিন খানের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশ সুপার বলেন, জেলার সকল পূজামণ্ডপে নিশ্চিদ্র নিরাপত্তা প্রদান করা হবে। প্রতিটি পূজামণ্ডপ আইপি ক্যামেরার আওতায় রাখতে হবে। পুলিশ প্রশাসনের পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবক টিম মন্ডপে থাকবে। সভায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা ও থানা অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ, সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, বিপুল দত্ত, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, অলক মহাজন, বিশ্বজিৎ পালিত, রিমন মুহুরী, অমিতাভ দাশ, রাজীব দাশ ছোটন, অনির্বাণ চৌধুরী রাজীব, মোহন দে, অমলেন্দু কনক, মাধব চন্দ্র দাশ, সন্তোষ কুমার শীল, সজল পাল, লিংকন চক্রবর্ত্তী, রনজিৎ শীল, অরুন পালিত বাসু,সুজন তালুকদার,রূপন কান্তি শীল, শিবু চক্রবর্ত্তী,রাজীব চক্রবর্ত্তী, নিখিল দে, তাপস দে, সাগর মিত্র, প্রদীপ ধর, বিষ্ণুযশা চক্রবর্তী, ঝন্টু দাশ, রাজীব ধর, সৈকত পালিত, রাজীব নন্দী, ডা. রিটন দাশ, বাবলু নাথ. কৃষ্ণ বণিক, অনুপ দাশ, মিলন মহাজন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসকল সম্প্রদায়ের মিলিত শক্তিতে দেশ গড়তে হবে
পরবর্তী নিবন্ধচসিক জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের দোয়া মাহফিল