সবজির বাজার চড়া

কাঁচা মরিচের দাম দ্বিগুণ

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৫ মার্চ, ২০২৩ at ৫:২৫ পূর্বাহ্ণ

সরবরাহ সংকটের অজুহাতে চড়া দামে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের সবজি। রমজান এলে সাধারণত বেগুন, কাঁচা মরিচ ও শসার চাহিদা বাড়ে। স্বাভাবিকভাবে এসব সবজির দামও বেড়ে যায়। ব্যবসায়ীরা বলছেন, চাহিদার তুলনায় যোগান কম থাকে তাই দাম বাড়ে। তবে ভোক্তারা বলছেন, বাজার চাহিদাকে কাজে লাগিয়ে অতিরিক্ত মুনাফার জন্য কারসাজির মাধ্যমে দাম বাড়িয়ে থাকেন ব্যবসায়ীরা।

 

গতকাল শুক্রবার নগরীর কাজীর দেউড়ি এবং ব্যাটারি গলি কাঁচাবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে ৭০ টাকায়। গত তিনদিন আগে বিক্রি হয়েছে ৫০ টাকায়। এছাড়া তিনদিন আগে শসা বিক্রি হয়েছে ৪০ টাকায়। বর্তমানে বিক্রি হচ্ছে ৬০ টাকায়। এছাড়া ৪০ টাকার কাঁচা মরিচ

এক লাফে হয়ে গেছে দ্বিগুণ। বর্তমানে প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৮০ টাকায়। এছাড়া বর্তমানে ফুলকপি বিক্রি হচ্ছে ৭০ টাকায়, শিম ১০০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, মূলা বিক্রি হচ্ছে ৮০ টাকা, লাউ ৪০ টাকা, চিচিঙ্গা ৮০, বরবটি ১০০ টাকা, পটল ৮০, পেপে ৪০ টাকা, চাল কুমড়া ৬০ এবং ঢেঁড়স ১০০

টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া টমেটো ৩০ টাকা, কাঁকরল ২২০ টাকা এবং কচুরলতি বিক্রি হচ্ছে ৮০ টাকায়। লেবু ডজন দেড়শ টাকা।

কাজীর দেউড়ি বাজারে সবজি বিক্রেতা মোহাম্মদ আজম বলেন, বাজারে সরবরাহ আগের গত সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে। তবে দাম খুব একটা বাড়েনি। আসলে কাঁচাপণ্যের বাজার কখনো ঠিক থাকে না। এক সপ্তাহে বাড়ে তো আরেক সপ্তাহে কমে।

কাজীর দেউড়ি বাজার আসা ক্রেতা ফরিদ উদ্দিন বলেন, রমজানে কোথায় দাম কমবে, উল্টো বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীরা সবজির দাম বাড়িয়ে দেন। এ ব্যাপারে প্রশাসনকে আরো বেশি নজরদারি করতে হবে।