সন্তানের হৃদয়ের কাছাকাছি থাকার আপ্রাণ চেষ্টা

খালেদা লিপি | শুক্রবার , ১৫ অক্টোবর, ২০২১ at ৫:৫০ পূর্বাহ্ণ

প্রযুক্তির এই মহা উল্লাসে সময় ভেসে যায়। মনে হয় সবাই কেমন যেনো একটা ঘোরের মধ্যে বাস করছে। একবার মনে হয় সবাই সবার কতো আপন আবার মনে হয় কেউই কারো নয়। আপন মানুষগুলো দূরের, দূরের মানুষগুলো কাছের হয়ে গেছে। আসলে এসব সবই আলো ভেবে নেয়া আলেয়া। যাই হোক সব থেকে গুরুত্বপূর্ণ হলো, সংসার এবং সন্তান। প্রযুক্তির এই বিস্ফোরণের যুগে আমাদের বাচ্চারাও দূরে সরে গেছে নিজের জগত তৈরী করে। মা,বাবার কাছে এসে বসার, গল্প করার তাদের সময়ই হয় না। খাবারের সময় অন্তত বাচ্চাদের সাথে গল্প করে তাদের মনের অবস্থান জেনে নেয়া যায়। তাই স্কুল কলেজ বা ভার্সিটি যেখান থেকেই বাচ্চারা ফিরুক তাদের খাবার খাইয়ে দিতে দিতে গল্প করলে তাদের মনের কাছে যাওয়া যায়, তাদের চিন্তার গভীরতা উপলব্ধি করা যায়। সন্তানের হৃদয়ের কাছাকাছি থাকার আপ্রাণ চেষ্টা সন্তানকে সুসন্তান হতে বাধ্য করে বলে মনে করি।

পূর্ববর্তী নিবন্ধআমি নদ বলছি
পরবর্তী নিবন্ধমৃন্ময়ী রূপী চিন্ময়ী সিবানী