সদারঙ্গের শাস্ত্রীয় সঙ্গীতের আসর

| শনিবার , ২৮ জুন, ২০২৫ at ১:০৯ অপরাহ্ণ

থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের গ্যালারি হলে গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেল সদারঙ্গ উচ্চাঙ্গ সংগীত পরিষদের নিয়মিত আয়োজন দ্বিমাসিক শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠান। রাজশ্রী বিশ্বাসের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, সদারঙ্গের সাধারণ সম্পাদক সমীর চক্রবর্তী।

মূল পর্ব শাস্ত্রীয় সঙ্গীতানুষ্ঠানে প্রথমে মধ্যলয় এবং দ্রুত লয় ত্রিতালে ইমন রাগে খেয়াল পরিবেশন করেন স্বস্তিকা দাশগুপ্তা হৈমী। তাঁকে সহযোগিতা করেন তবলায় রাজিব চক্রবর্তী, তানপুরায় মীর এনায়েত উল্লাহ সানি এবং হারমোনিয়ামে অর্পিতা দেবী দোলা। এদিনের দ্বিতীয় এবং শেষ পরিবেশনা তবলা লহড়া। পরিবেশন করেন শিল্পী শিবু চৌধুরীর কন্যা এবং শিষ্যা অর্পা চৌধুরী।

অর্পা প্রথমে ত্রিতাল এবং পরে রূপক তালে লহড়া পরিবেশন করেন। এতে উঠান, কায়দা, রেলা, ঠেকার প্রকার, টুকরা চক্রধার তেহাই এর সমাবেশ ছিল। এতে হারমোনিয়ামে নাগমা বাজিয়ে সহযোগিতা করেন অর্পার বড়বোন পুনম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধক্লাব বিশ্বকাপের নক-আউটের লড়াই আজ শুরু
পরবর্তী নিবন্ধকলম্বিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬