নগরীর সদরঘাটের আইস ফ্যাক্টরি রোড এলাকা থেকে ডাকাতির প্রস্তুতি গ্রহণকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি, ২ রাউন্ড কার্তুজ, একজোড়া হ্যান্ডক্যাপ ও একটি টিপছোরা উদ্ধার করা হয়।
গত মঙ্গলবার রাতে আইস ফ্যাক্টরি রোডের বায়েজিদ নার্সারির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মো. রবিউল ইসলাম প্রকাশ মো. সুমন আহম্মেদ, মো. রাশেদুজ্জামান রাশেদ, মো. ইসমাইল হোসেন সোহাগ এবং মিরাজ হোসেন প্রকাশ বাবু।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলাম আজাদীকে বলেন, গ্রেপ্তারকৃত আসামিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান পরিচালনা করা হয়।
একপর্যায়ে অস্ত্র, ডাকাতির কাছে ব্যবহৃত একটি প্রাইভেট কারসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা দায়ের পরবর্তী চার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।