সদরঘাটে ছুরিসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ১১:০১ পূর্বাহ্ণ

নগরীর নির্জন এলাকা বেছে ফাঁদ তৈরি করেন ছিনতাইকারীরা। তাদের নির্ধারিত জায়গা দিয়ে যাওয়ার সময় রিকশার যাত্রী ও পথচারীদের অস্ত্র ঠেকিয়ে ছিনিয়ে নেয় টাকা-পয়সা ও মূল্যবান জিনিসপত্র। এ ধরণের এক ছিনতাইকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে সদরঘাট থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আইসফ্যাক্টরি রোড থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পর এমনটাই দাবি করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৩টি ছোরা এবং ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি টেঙিও জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃত চারজন হলো, বাকলিয়া থানা এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে মাইনউদ্দিন (২৬), কোতোয়ালী থানা এলাকায় মৃত মোহাম্মদ সেলিমের ছেলে আবু তাহের (৫৫), বাকলিয়া থানা এলাকার মোহাম্মদ রফিকের ছেলে আবুল কাশেম (৩২) ও বায়েজীদ বোস্তামী থানা এলাকার আবদুল রশিদের ছেলে সিএনজি চালক হানিফ (৩৫)। সদরঘাট থানার পরিদর্শক (তদন্ত) আহমদ উল্যাহ ভূঁইয়া বলেন, আইস ফ্যাক্টরি রোডে অভিযান চালিয়ে চার ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তারা নগরীর বিভিন্ন নির্জন স্থানে উঁৎ পেতে থেকে লোকজনকে অস্ত্রের মুখে টাকাপয়সা, মোবাইল, মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধ৮ প্রতিষ্ঠানকে চার লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধশিপইয়ার্ডে অগ্নিদগ্ধ শ্রমিকের মৃত্যু