সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতা চাই

| শনিবার , ১৮ মে, ২০২৪ at ৭:০০ পূর্বাহ্ণ

আজকাল সড়ক দুর্ঘটনা একটি নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে পড়েছে। সম্প্রতি সারাদেশে ব্যাপকহারে বেড়ে গেছে সড়ক দুর্ঘটনা। আর এই দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিদিনই নানা বয়স ও পেশার মানুষ। আত্মীয় স্বজন, মেধাবী ছাত্র, বুদ্ধিজীবীসহ হারিয়ে যাচ্ছে আমাদের খুব কাছের প্রিয় মানুষটিও। সড়ক দুর্ঘটনার প্রধান কারণ হচ্ছে অসতর্কতা, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, যান্ত্রিক ত্রুটি সম্পন্ন গাড়ি রাস্তায় নামানো, ফোনে কথা বলতে বলতে গাড়ি চালানো, নেশাগ্রস্ত হয়ে গাড়ি চালানো, দক্ষ চালকের অভাব, হাঁটার সময় ফুট ওভার ব্রিজ ব্যবহার না করা ইত্যাদি। সেই সাথে পথচারীদেরও সতর্কতা অবলম্বন করতে হবে। রাস্তা পারাপারে ফুট ওভার ব্রিজ ব্যবহার করা, ফুটপাত দিয়ে চলাচল করা, রাস্তা পারাপারের সময় ফোনে কথা বলা থেকে বিরত থাকা, ট্রাফিক আইন মানা। এসকল নিয়ম মেনে চলাচল করলে সড়ক দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব হবে। সেই সাথে সরকারকেও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

শিফা চৌধুরী

হালিশহর, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধমা, আমি কার কাছে যাবো