সড়ক ও ফুটপাত দখল করায় ২১ ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

অর্ধশত অবৈধ সাইনবোর্ড উচ্ছেদ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি, ২০২৪ at ৬:৩৬ পূর্বাহ্ণ

পৃথক দুটি অভিযানে সড়ক ও ফুটপাত দখল করায় নগরে ২১ ব্যবসায়ীকে ১ লাখ এক হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। উচ্ছেদ করা হয় অবৈধ সাইনবোর্ড। গতকাল বুধবার পরিচালিত অভিযান দুটিতে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ও স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমদ আজাদীকে জানান, অভিযানে চকবাজার থানার প্যারেড কর্নার থেকে তেলেপট্টি মোড় এবং পাঁচলাইশ থানার কাতালগঞ্জ থেকে মুরাদপুর পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত ও মিডআইল্যান্ড থেকে প্রায় ৫০টি অবৈধ সাইনবোর্ড ও সাইন বোর্ডের এঙ্গেল উচ্ছেদ করা হয়। এ সময় রাস্তা ও ফুটপাতের উপর দোকানের মালামাল রেখে ব্যবসা করায় ৯ ব্যবসায়ীকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়।

অপর অভিযানে শাহ আমানত সেতু সড়কের ফুটপাত ও রাস্তার উপর ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল রেখে জনসাধারণের চলাচলের প্রতিবন্ধকতার দায়ে ১২ ব্যবসায়ীকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধবিদায় বেলায় আসছে আরও নতুন বই
পরবর্তী নিবন্ধসাকিবদের হারিয়ে ফাইনালে তামিমের বরিশাল