সড়ক ও ফুটপাত থেকে ৫০ অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ

জিইসি থেকে প্রবর্তক মোড় পর্যন্ত অভিযান

আজাদী প্রতিবেদন | সোমবার , ২২ এপ্রিল, ২০২৪ at ১০:১৭ পূর্বাহ্ণ

নগরের জিইসি মোড় থেকে প্রবর্তক মোড় পর্যন্ত সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান চালিয়েছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। গতকাল সকালে পরিচালিত এ অভিযানে রাস্তা, ফুটপাত ও নালার জায়গা দখল করে অবৈধভাবে নির্মিত প্রায় ৫০টি স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। অভিযানে নেতৃত্ব দেন চসিকের আঞ্চলিক কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহরীন ফেরদৌসী। এসময় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত মেয়র মোহাম্মদ গিয়াস উদ্দিন। অভিযানে অবৈধ পার্কিং ও স্থাপনা নির্মাণের দায়ে ৫২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকক্সবাজারে সাগরজলে ৭৫০ কাছিম ছানা অবমুক্ত
পরবর্তী নিবন্ধসন্দ্বীপে ডাকাতির ঘটনায় ৬ আসামি গ্রেপ্তার, লুন্ঠিত মালামাল উদ্ধার