সখে কেনা নতুন বাইক নিয়ে ঘুরতে বের হয়ে হাসপাতালে বাবা-ছেলে

রাউজান প্রতিনিধি | মঙ্গলবার , ১৬ জানুয়ারি, ২০২৪ at ৯:৪০ পূর্বাহ্ণ

সখে কেনা মোটরসাইকেলে বাবা ছেলে ঘুরতে বের হয়েছিলেন, দুর্ঘটনায় পড়ে দুজনকে যেতে হলো হাসপাতালে। গতকাল চট্টগ্রামরাঙামাটি সড়কের রাউজান পৌর এলাকার জানালী হাট এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, কৃষিজীবী টুন্টু কুমার দে’র (৪৫) সখ ছিল একটি মোটসাইকেল কিনবেন। সখের বাইক কিনেছিলেন গত বৃহস্পতিবার। এরমধ্যে দুদিন চালিয়েছেন গ্রামীণ রাস্তায়। গতকাল সোমবার ছেলে দুর্জয় দে’কে (২০) বাইকের পিছনে বসিয়ে ঘুরতে বের হয়েছিলেন ব্যস্তমত চট্টগ্রামরাঙামাটি সড়কে। বাইক চালিয়ে রাউজান পৌর এলাকার জানালী হাট এলাকায় আসলে পিছন থেকে আসা একটি ট্রাক তাদের বাইককে ধাক্কা দেয়। বাইক থেকে ছিটকে পড়ে আহত হন টুন্টু ও তার ছেলে, দুমড়েমুচড়ে যায় সখের বাইকটি। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাউজান হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছিলাম। ততক্ষণে স্থানীয়রা উদ্ধার করে আহতদের হাসপাতালে পাঠিয়েছে। তবে ঘটনাস্থলে মোটরসাইকেল ও ট্রাক কোনোটি পাওয়া যায়নি।

পূর্ববর্তী নিবন্ধমাইজভাণ্ডার দরবারে তাযকেরা-এ-চেরাগে উম্মতে আহমদী (দ.) মাহফিল আজ
পরবর্তী নিবন্ধভারতে পৌষ মেলায় ঘুরতে গিয়ে ১০ বাংলাদেশির জেল