সকল নাগরিকের সম-অধিকার ও সমমর্যাদা নিশ্চিত করতে হবে

ঐক্য পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান

| বুধবার , ২২ মে, ২০২৪ at ১১:১৯ পূর্বাহ্ণ

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদচট্টগ্রাম মহানগরের উদ্যোগে রঙ্গম কনভেনশন হলে ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সকল নাগরিকের সমঅধিকার ও সমমর্যাদা সরকারকে নিশ্চিত করতে হবে। ঐক্য পরিষদের ৭ দফা দাবিসংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশন আইনের যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠনের দাবি অবিলম্বে বাস্তবায়নের জন্য সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ আন্দোলন আরো বেগবান করতে হবে। গত ২০ মে নগরীর চেরাগী পাহাড় চত্বর বেলুন উড্ডয়নের মধ্য দিয়ে বণাঢ্য র‌্যালি উদ্বোধন করেন ড. জিনবোধি ভিক্ষু। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর এ বি এম আবু নোমান। সম্মানিত অতিথি ছিলেন, ব্যাপটিস্ট চার্চ চট্টগ্রামের পুরোহিত রেভা. থিয়ফিল এইচ চক্রবর্তী।

সংগঠনের সহসভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো অতিথি হিসেবে বক্তব্য দেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার পালিত। সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের পরিচালনায় এতে বক্তব্য দেন, মহিলা ঐক্য পরিষদের সভানেত্রী মিনু রাণী দেবী, সাধারণ সম্পাদক কাউন্সিলর নিলু নাগ, কাউন্সিলর রুমকী সেনগুপ্ত, সুকান্ত দত্ত, অ্যাডভোকেট রুবেল পাল, রুবেল শীল, অমিত পালিত অংকুর, রিজু দত্ত প্রমুখ। বিকালে চেরাগী পাহাড় চত্বর হতে বাদ্যবাজনার মধ্য দিয়ে র‌্যালি বের হয়। সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিনাজুরী নবীন স্কুলের মিলনমেলা ২৪ মে
পরবর্তী নিবন্ধবিশ্বসাহিত্য কেন্দ্রের কলেজ কর্মসূচির পুরস্কার বিতরণী