সংসদীয় কমিটির সভায় যাচ্ছে বিকল্প প্রস্তাব

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৮ মে, ২০২২ at ৭:৩৩ পূর্বাহ্ণ

সিআরবিতে রেলের জমিতে প্রস্তাবিত বেসরকারি হাসপাতাল নির্মাণ প্রকল্পটি অন্যত্র সরিয়ে নেয়ার ব্যাপারে বিকল্প প্রস্তাব যাচ্ছে আগামী সংসদীয় কমিটির সভায়। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চলতি মে মাসে অনুষ্ঠিত সভায় সিআরবির পরিবর্তে রেলওয়ের অন্য জায়গায় (বিকল্প স্থানে) পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় ইউনাইটেড গ্রুপের মেডিকেল কলেজ ও হাসপাতালটি নির্মাণের জন্য প্রস্তাব দেয়া হয়েছে। রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ওই সভায় সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী কুমিরায় রেলওয়ের পরিত্যক্ত বক্ষব্যাধি হাসপাতাল এলাকায় হাসপাতালটি করার প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবের আলোকে আগামীকাল রোববার বেলা ১১টায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর কুমিরায় পরিত্যক্ত সেই বক্ষব্যাধি হাসপাতাল এলাকা পরিদর্শন করবেন।
এ ব্যাপারে রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবীর গতকাল আজাদীকে জানান, প্রকল্পটি এখনো কাগজে-কলমে আছে। আমি যেহেতু এসেছি, আমি আমাদের কুমিরায় পুরনো বক্ষব্যাধি হাসপাতালের জায়গাটি দেখতে যাব। যেহেতু আমাদের সংসদীয় কমিটির সভায় বিকল্প জায়গা দেখার সিদ্ধান্ত আছে তাই আমি এসেছি আইডিয়া নেয়ার জন্য। এ রকম একটি প্রতিবেদন দিতে হবে আমাদের। হয়তো পরবর্তী সংসদীয় কমিটির সভায় এটা আলোচনা হবে। আমাদের আরো একটি টেকনিক্যাল টিম আসবে। আমাদের মন্ত্রী মহোদয় বলেছেন, চট্টগ্রামবাসীর কথা মনে রেখে সবার যাতে উপকার হয় এ রকম একটি জায়গা খুঁজে দেখার জন্য। এখন আমি এসেছি কুমিরার সেই জায়গা দেখতে যাব।
গতকাল শুক্রবার বিকালে প্রস্তাবিত কালুরঘাট সেতু এলাকা এবং বিদ্যমান পুরনো কালুরঘাট সেতু পরির্দশনে গিয়ে রেল সচিব এসব কথা বলেন। এ সময় সচিবের সাথে উপস্থিত ছিলেন রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন, এডিশনাল জিএম এস এম মুরাদ হোসেন, পূর্বাঞ্চলের প্রধান যান্ত্রিক প্রকৌশলী বোরহান উদ্দিন, আরএনবির চিফ কমান্ডেন্ট জহিরুল ইসলাম, ভারপ্রাপ্ত ডিআরএম আরমান হোসেন, বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুব উল করিম, ডেপুটি কমান্ডেন্ট সত্যজিৎ দাশ।
রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা গেছে, সিআরবিতে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) হাসপাতাল রেলের সাথে ইউনাইটেড গ্রুপের যে চুক্তি হয়েছে তাতে প্রকল্পের ছয় একর জমির মধ্যে প্রথম পর্যায়ে ২ দশমিক ৪২ একর ও দ্বিতীয় ধাপে ৩ দশমিক ৫৮ একর জমি ব্যবহার করবে ইউনাইটেড এন্টারপ্রাইজ। প্রথম পর্যায়ের তিন বছরে কমপক্ষে ২৫০ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে। দ্বিতীয় পর্যায়ে ২৪ মাসের মধ্যে আরো ২৫০ শয্যার হাসপাতাল কার্যক্রম চালু করবে। প্রকল্পটি বাস্তবায়নের ১২ বছরের মধ্যে ৫০ আসন করে দুই ধাপে ১০০ আসনের মেডিকেল কলেজের কার্যক্রম শুরু করবে।
এদিকে সিআরবিতে নির্মিতব্য হাসপাতাল নির্মাণের ফলে পরিবেশ বিপর্যয়ের শঙ্কা প্রকাশ করে এ প্রকল্প সিআরবি থেকে অন্যত্র সরিয়ে নেয়ার দাবিতে আন্দোলন করছে নাগরিক সমাজ চট্টগ্রামসহ পরিবেশবাদী বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। তারা বলছে, সিআরবির মতো এলাকায় হাসপাতাল হলে সিআরবি ও আশপাশের এলাকার সবুজ প্রকৃতি-গাছপালা, পাখ-পাখালি ও জীববৈচিত্র্য ধ্বংস হয়ে যাবে।
এদিকে সিআরবির পরিবর্তে কুমিরায় রেলওয়ের পরিত্যক্ত বক্ষব্যাধি হাসপাতাল এলাকায় বেসরকারি হাসপাতাল নির্মাণের প্রস্তাবে চট্টগ্রামের সর্বস্তরের মানুষের মাঝে প্রাথমিকভাবে স্বস্তি ফিরে এসেছে। চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি ছাড়া অন্য যে কোনো স্থানে রেলের সাথে ইউনাইটেড গ্রুপের চুক্তি অনুযায়ী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় মেডিকেল কলেজ ও হাসপাতাল হলে তাতে চট্টগ্রামবাসীর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন আন্দোলনরত নাগরিক সমাজের নেতারা।

পূর্ববর্তী নিবন্ধরোহিঙ্গা ফেরাতে এশিয়ার নেতাদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধনতুন কালুরঘাট সেতুর কাজ আগামী বছরের শুরুতে