সংকট মোকাবেলায় ৩০০ কোটি ডলার চায় শ্রীলঙ্কা

রাজাপাকসেদের সরাতে সক্রিয় বিরোধীরা

আজাদী ডেস্ক | রবিবার , ১০ এপ্রিল, ২০২২ at ৭:৫৯ পূর্বাহ্ণ

তীব্র অর্থনৈতিক সংকট মোকাবেলায় ওষুধ ও জ্বালানিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহ স্বাভাবিক করতে পরবর্তী ৬ মাসের মধ্যে শ্রীলঙ্কার প্রায় ৩০০ কোটি ডলার বৈদেশিক সাহায্য লাগবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী আলি সাবরি। শনিবার তিনি একথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এদিকে আর্থিক বিপর্যয়ের আবহের মধ্যেই শ্রীলঙ্কায় দানা বেঁধেছে রাজনৈতিক সঙ্কট। দেশটির পার্লামেন্টে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পেশের কথা ঘোষণা করেছেন বিরোধী দলনেতা সাজিথ প্রেমদশা। ১৯৪৮ সালে স্বাধীনতার পর এবারই সবচেয়ে কঠিন অর্থনৈতিক সংকটের মোকাবেলা করতে হচ্ছে ভারত মহাসাগরের দ্বীপদেশটিকে। দেশটির জনগণ এখন ভয়াবহ মুদ্রাস্ফীতি, জ্বালানি সংকট, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি ও উচ্চমূল্য, দিনে দীর্ঘসময়ের লোডশেডিংয়ে নাকাল। বিডিনিউজের খবর থেকে জানা যায়, ঋণের ভারে জর্জরিত সোয়া দুই কোটি মানুষের শ্রীলঙ্কার হাতে আমদানির ব্যয় মেটানোর মতো পর্যাপ্ত বিদেশি মুদ্রা না থাকায় দেশটিতে জ্বালানি, ওষুধ ও নানান নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র ঘাটতি দেখা দিয়েছে। এটা বেশ কঠিন কাজ, ৩০০ কোটি ডলার জোগাড়ের দিকে ইঙ্গিত করে বলেন সাবরি। এছাড়া অর্থনৈতিক সংকট থেকে উত্তরণে চলতি মাসে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গেও আলোচনায় বসার প্রস্তুতি নিচ্ছে শ্রীলঙ্কা।
রাজাপাকসেদের সরাতে সক্রিয় বিরোধীরা : প্রধান বিরোধী দল সমগি জন বলয়েগয়ার নেতা সাজিথ গতকাল বলেন, আমরা চাই শ্রীলঙ্কাকে বিপর্যয়ের হাত থেকে বাঁচাতে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে এবং প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের (গোতাবায়ার দাদা) সব দল ঐক্যবদ্ধ হোক। গত মঙ্গলবার শ্রীলঙ্কা পার্লামেন্টের ৪১ জন সদস্য সমর্থন প্রত্যাহার করায় সংখ্যাগরিষ্ঠতা হারায় প্রধানমন্ত্রী মাহিন্দার সরকার। এই পরিস্থিতিতে তাঁকে বরখাস্ত করার দাবি উঠেছিল বিরোধী শিবিরের তরফে। কিন্তু প্রেসিডেন্ট সেই প্রস্তাবে সায় না দেওয়ায় তাঁর বিরুদ্ধেও অনাস্থা আনার ঘোষণা করেছে বিরোধী দল।
শাসকজোট শ্রীলঙ্কা পিপল্‌স ফ্রিডম অ্যালায়েন্সের অন্দরেও রাজাপাকসে ভাইদের নিয়ে অসন্তোষ রয়েছে বলে দাবি করেছেন সাজিথ। তিনি বলেন, বর্তমানে যে পরিবার দেশ চালাচ্ছে, তাদের দিয়ে বেহাল আর্থিক পরিস্থিতির উন্নতি সম্ভব নয়। পাশাপাশি, শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট-নির্ভর শাসন ব্যবস্থার বদলে পার্লামেন্টের হাতে বেশি ক্ষমতা দিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী করার সওয়ালও করেন তিনি। সাজিথ বলেন, অতীতে একাধিক বার প্রেসিডেন্টের স্বৈরাচার দেখেছে শ্রীলঙ্কা। আমরা আর তার পুনরাবৃত্তি চাই না।

পূর্ববর্তী নিবন্ধলস্কর নেতা হাফিজ সাঈদকে আরও ৩১ বছরের কারাদণ্ড
পরবর্তী নিবন্ধসবাইকে নিষেধ করে আমেরিকা নিজে ৪৩ শতাংশ বেশি তেল কিনছে রাশিয়া থেকে