পুবের গগণ আজি
বড় আড়ম্বর,
ঊনিশ’শ একাত্তর
ষোল ডিসেম্বর।
স্বর্ণময়, বর্ণে রবি
ভীষণ ভূষণ,
সবুজে লাল মিশ্রণ
উড়ছে কেতন।
মেঘমুক্ত নীলিমায়
পরিচ্ছন্ন বায়,
জয়ের উল্লাসে মাতে
আম-জনতায়।
ইয়াহিয়া-টিক্কা-ভুট্টো
কেন্দ্র প্রান্ত ছেড়ে,
লুকিয়েছে পাকিস্তানে
মুজিবর ডরে।
যতো বীর মুক্তিসেনা
স্বদেশ মমত্বে,
ঢেলে দিল তাজা রক্ত
স্বাধীনতা পেতে।
বিজয় এসেছে আজ
রুধির ধারায়,
ভেসে গেলে বর্বরতা
সত্যের বন্যায়।
লাল শুভেচ্ছা সালাম
বীরবর গণে,
জিয়ে থাকো প্রজন্মতে
অনিন্দ্য মননে।