ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখতে হবে

লোহাগাড়ায় বিএনপির কর্মীসভায় বক্তারা

লোহাগাড়া প্রতিনিধি | রবিবার , ৬ অক্টোবর, ২০২৪ at ৬:২৫ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আসহাব উদ্দিন চৌধুরী বলেছেন, দলে কোনো ধরনের সুযোগসন্ধানীরা যেন অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সবার সজাগ দৃষ্টি রাখতে হবে। কেউ যদি সংগঠনের নীতিবহির্ভূত কাজে লিপ্ত হন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। গণতন্ত্র ফিরিয়ে আনতে আন্দোলন চলমান রয়েছে। এখনো নানাভাবে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ দৃষ্টি রাখতে হবে।আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে আমাদের এই উদ্যোগ। তিনি গত শুক্রবার উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের সেনেরহাট এলাকায় ১, ২ ও ৩ নাম্বার ওয়ার্ড বিএনপির উদ্যোগে ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আয়োজিত এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বড়হাতিয়া ইউনিয়ন বিএনপির আহবায়ক নেজাম উদ্দিন মেম্বারের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা সেলিম উদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক জামাল হোসেন। বিশেষ বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব সাজ্জাদুর রহমান। বক্তব্য রাখেন হাজী নুরুল হক, আহমুদুল হক, আবদুর রহিম, ফরিদ আহমদ চৌধুরী, খোরশেদ আলম, দিদারুল আলম, ফেরদৌস আহমেদ, নাজিমউদ্দীন, জাহাঙ্গীর আলম, ইসফাক উদ্দিন চৌধুরী ইভু, দিদারুল আলম, জহির উদ্দিন, ইকবাল ফোরকান, এহসান আব্দুল্লাহ, হেলাল উদ্দিন, সাইফুল ইসলাম, শাকিল মোহাম্মদ নয়ন, মো. মহিউদ্দিন, মো. সায়েম, আরমান, শিহাব উদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি মাস্টার আবু তাহের,মো. পেয়ারু প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধফেনীর সীমান্ত এলাকা থেকে মাদক এনে নগরে বিক্রি
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম হোটেল এন্ড রেস্টুরেন্ট শ্রমিক ইউনিয়নের সভা