বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ-বিল্স ও শ্রম ইস্যুতে ক্রিয়াশীল নাগরিক সমাজের প্রতিনিধিত্বশীল সংগঠনসমূহের মোর্চা শ্রমিক সংহতি ফোরাম চট্টগ্রামের সভা সম্প্রতি বিল্স-এলআরএসসি পরিচালনা কমিটির চেয়ারম্যান এ এম নাজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বিল্স-এর পাহাড়ী ভট্টাচার্যের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাংবাদিক সুভাষ দে, বিল্স-এলআরএসসি পরিচালনা কমিটির সদস্য সচিব মু. শফর আলী, অ্যাডভোকেট জানে আলম, সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, ইপসার মো. আলী শাহীন, ব্রাইট বাংলাদেশ ফোরামের উৎপল বড়ুয়া, সংশপ্তকের জয়নাব বেগম মিতু, ওশির মো. সাইফুল ইসলাম, বেলার ফারমিন ইলাহী, বিটার ইলা চৌধুরী, বিল্স-এর ফজলুল কবির মিন্টু প্রমুখ।
বক্তারা বলেন, করোনাকালে শ্রমজীবী মানুষ নানা সংকট পর্ব অতিক্রম করছে। পর্যাপ্ত কাজ ও যথাযথ মজুরি, আয়হীনতা, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁিক আজ তাদের নিত্যসঙ্গী। আমাদের দেশে অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রম আইনের অকার্যকারিতা, শ্রম ব্যবস্থাপনায় বিদ্যমান নানাবিধ অসংগতি বহুমাত্রিক দুর্ভোগ তৈরি করছে কর্মজীবী মানুষের জীবনে। সরকার, মালিক-শ্রমিক-ট্রেড ইউনিয়ন-এনজিও ও সুশীল সমাজকে কার্যকর ভূমিকা নিয়ে এগিয়ে এসে শ্রমজীবী মানুষদের পাশে দাঁড়াতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।