শোভনীয়া গোল্ডকাপ ফুটবলের সেমিতে বোরহান মেম্বার একাডেমি

| মঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর, ২০২৩ at ৬:৩৯ পূর্বাহ্ণ

মাদারবাড়ী শোভনীয়া ক্লাব আয়োজিত আ..ম নাছির উদ্দীন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে ফটিকছড়ি হাসনাবাদ বোরহান মেম্বার ফুটবল একাডেমি। গতকাল সোমবার কলেজিয়েট স্কুল মাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ১ম কোয়ার্টার ফাইনাল খেলায় ফটিকছড়ি হাসনাবাদ বোরহান মেম্বার ফুটবল একাডেমি ৩১ গোলে চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমিকে পরাজিত করে। বিজয়ী দলের পক্ষে জুলফিকার ২টি এবং মো. মোরসালিন ১টি গোল করেন। চন্দনাইশ উপজেলা ফুটবল একাডেমির হয়ে ১টি গোল করেন মো. শামীম। অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করায় বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় মোহাম্মদ জমির ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। তার হাতে পুরস্কার তুলে দেন সিজেকেএস কাউন্সিলর মো. তানভীর। আজ বেলা ৩:৩০ মিনিটে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল খেলায় পশ্চিম ডলু স্পোর্টিং ক্লাব এবং ভাটিয়ারী ফুটবল একাডেমি প্রতিদ্বন্দ্বিতা করবে।