সাতকানিয়া পৌরসভা নির্বাচনে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। গতকাল প্রচারণার শেষ দিনে প্রার্থীদের পদচারণায় মুখরিত ছিল পুরো পৌর এলাকা। গতকাল শুক্রবার রাত বারোটায় শেষ হয়েছে প্রচার-প্রচারণা। ভোটারদের মন গলাতে শেষবারের মতো চেষ্টা চালিয়েছে প্রার্থীরা। এবারের নির্বাচনে বিএনপির প্রার্থী এডভোকেট এ জেড এম মঈনুল হক চৌধুরী খোকন প্রার্থীতা প্রত্যাহার করে নেয়ায় আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ জোবায়ের বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন। ফলে আগামীকাল রবিবার শুধুমাত্র কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। শুধুমাত্র কাউন্সিলর পদের নির্বাচন হলেও প্রচার-প্রচারণায় কমতি ছিল না। ভোটাদের মন জয় করতে কাউন্সিলর ও সাধারণ ৮ম পৃষ্ঠার পরকাউন্সিলর প্রার্থীরা অলি-গলিতে ঘুরে বেড়িয়েছেন। মাইকিং, গণসংযোগ, পোস্টার টাঙানো ও লিফলেট বিতরণ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সমান তালে প্রচারণা চালিয়েছে প্রার্থীরা। নির্বাচনের রিটার্নিং অফিসার জানিয়েছেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের জন্য সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।
সাতকানিয়া নির্বাচন অফিস সূত্রমতে, পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১৮টি কেন্দ্রে ১০৩টি ভোট কক্ষে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৭ হাজার ৫ শ’ ৫০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১৯ হাজার ৬ শ’ ৩১ জন এবং মহিলা ভোটার ১৭ হাজার ৯ শ’ ১৯ জন। নির্বাচনে ৯টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতায় রয়েছেন। আর সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী ভোটে লড়ছেন। সাতকানিয়ায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত নগরীর বন্দর থানা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কামরুল হাসান জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এ লক্ষে সকল প্রস্তুতি ইতিমধ্যে শেষ করা হয়েছে।