শেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভায় মশিউর রহমান

| শুক্রবার , ২ সেপ্টেম্বর, ২০২২ at ৬:১১ পূর্বাহ্ণ

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার নগরীর হোটেল এশিয়ান এসআর হল রুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাপ্পি দেববর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক এবং আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা মশিউর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩১ নং আলকরন ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শফিউল আজম বাহার।
মশিউর রহমান চৌধুরী বলেন, জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে বিএনপি-জামাতের দেশ বিরোধী নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে মাঠে নামতে হবে। জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্যদিয়ে স্বাধীনতা বিরোধীরা এদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। কিন্তু তাদের সেই স্বপ্ন সফল হয়নি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবারো ঘুরে দাঁড়িয়েছে। উক্ত আলোচনা সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক শ্যাম দুলাল ও দপ্তর সম্পাদক পুজা দত্ত। এছাড়া আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং গার্মেন্টস কারখানার শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধটিন শেড কেটে কুরিয়ার সার্ভিস অফিসে চুরি
পরবর্তী নিবন্ধস্বপ্নযাত্রী ফাউন্ডেশনের কেন্দ্রীয় কার্যকরী কমিটি ঘোষণা