টিন শেড কেটে কুরিয়ার সার্ভিস অফিসে চুরি

চোরাই মালামালসহ চার চোর গ্রেপ্তার

আজাদী প্রতিবেদন | শুক্রবার , ২ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০৮ পূর্বাহ্ণ

নগরীর খুলশী এলাকায় সুন্দরবন কুরিয়ার সার্ভিস অফিসের নগদ টাকা ও মালামাল চুরির ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আসামিরা হল মো. জসিম উদ্দিন (৪৬), মো. খোরশেদ আলম (৪২), মো. সাইফুল ইসলাম (৩৭) ও মো. রবি (২৮)। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা এ তথ্য নিশ্চিত করে আজাদীকে বলেন, গত ৩ আগস্ট রাতে খুলশী থানাধীন ২ নম্বর গেইটস্থ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের দ্বিতীয় তলার পেছনের টিনের শেড কেটে ভেতরে প্রবেশ করে চোরেরা। এ সময় তারা ৬টি ক্যাশ কাউন্টার থেকে নগদ ১ লাখ ৩২ হাজার টাকা ও ২ লাখ ৭০ হাজার টাকা মূল্যের বিভিন্ন মডেলের মোবাইল সেট ও হাতঘড়ি চুরি করে নিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ অভিযান চালিয়ে জসিমকে হাটহাজারী থেকে, খোরশেদকে রাউজান থেকে, সাইফুল এবং রবিকে কাপ্তাই রাস্তার মাথা এলাকা থেকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে চোরাই মালামালও উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। এছাড়া তারা সংঘবদ্ধভাবে নগরীর বিভিন্ন স্থানে চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করে থাকে। জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

পূর্ববর্তী নিবন্ধসিআইইউতে দুই দিনব্যাপী অ্যাডমিশন ফেস্টিভ্যাল শুরু ৪ সেপ্টেম্বর
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার নেতৃত্বে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ