শেখ রাসেল পার্কে বোধনের বসন্ত উৎসব কাল

| মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৩৪ পূর্বাহ্ণ

আগামীকাল ১৪ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের আগমনী দিন। প্রতি বছরের মতো এবারো বাঙালির চিরায়ত রঙিন মানসপটে বসন্তের এ আগমনী বার্তা রাঙিয়ে তুলতে বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম বসন্ত বন্দনায় ব্যাপক প্রস্তুতি নিযেছে। প্রতি বছরের ন্যায় পাহাড়তলীর শেখ রাসেল পার্কে ‘নিবিড় অন্তরতর বসন্ত এল প্রাণে’ শীর্ষক নিপ্পন পেইন্ট বোধন বসন্ত উৎসব ১৪৩০ আয়োজন করেছে। এতে চট্টগ্রামের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সংগঠক, সংগীত, আবৃত্তি, নৃত্য ও কথামালা নিয়ে বসন্ত উৎসব শুরু হবে। বিকেল ৩টায় থাকছে বসন্তবরণ শোভাযাত্রা। এছাড়া সড়ক জুড়ে থাকবে আলপনা উৎসব। পরিষদের আহবায়ক সঞ্জয় পাল ও সদস্য সচিব মৃন্ময় বিশ্বাস উৎসব সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন। পুরো আয়োজনের মিডিয়া পার্টনার দৈনিক আজাদী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআশার দোয়া মাহফিল ও চিকিৎসা ক্যাম্প
পরবর্তী নিবন্ধসমিতিরহাট উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা