শেখ কামাল স্মৃতি জাতীয় মার্শাল আর্ট প্রতিযোগিতা গত ৬-৭ আগস্ট জাতীয় ক্রীড়া পরিষদে অনুষ্ঠিত হয়। এই কারাতে প্রতিযোগিতায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা অংশগ্রহণ করে। তারা ৫ টি স্বর্ণ পদক অর্জন করে। স্বর্ণ পদক বিজয়ীরা হলেন- কাতা মেয়ে ৮-১০ বছর- মাহদিয়া, কাতা ছেলে ৮-১০বছর-আল ফেসানি, কুমিতে মহিলা -৩৫ কেজি-মাহদিয়া, কুমিতে পুরুষ-৬০কেজি-বেশারত, কুমিতে পুরুষ -৭৫ উন্মুক্ত-রাফি।