শীত এলো রে

0

শীতটা এলো হঠাৎ করে
কুয়াশা ঢাকা চাদরে,
জড়িয়ে ধরলো দুষ্টুমিতে
মিষ্টি রোদের আদরে।

শীতের কাপড় নেইতো কাছে
শরীরটাতে কাঁপুনি,
ঠাণ্ডাটাকে সামাল দিতে
খেলাম জোরে ঝাঁকুনি।

মা জেঠিরা ব্যস্ত সবাই
চুলার আশেপাশে,
খেজুর রসের মিষ্টি গন্ধ
চোখ জুড়িয়ে আসে।

নতুন চালের ভাপা পিঠা
বসছে সবাই খেতে,
ছেলে বুড়ো উঠলো সবাই
আনন্দেতে মেতে।

শীতের দিনে কষ্ট তাদের
রয় যারা ফুটপাতে,
সারাদিনের কাজের শেষে
ঘুমাতে যায় রাতে।

কষ্ট যতোই হোক না কেন
ভালো লাগে শীত,
আনন্দেতে গাইবো সবাই
শীত বরণের গীত।