শীতের প্রকৃতি

শর্মি বড়ুয়া | বৃহস্পতিবার , ২৫ জানুয়ারি, ২০২৪ at ৭:৪৭ পূর্বাহ্ণ

কুয়াশার চাদর ভেঙে উঠলো রবি

আমার অপরূপ এই বাংলায়।

বিন্দু বিন্দু শিশির জমেছে

দূর্বা ঘাসের গায়।

মাঠ ছেয়েছে দেখো হলুদ ফুলে

সরষে দোলে ক্ষেতে।

গাঁয়ের ছেলেমেয়েরা নেচে গেয়ে

উল্লাসে আজ মাতে।

মেঠো গায়ের পথের ধারে

খেজুর গাছের সারি।

শীত এলো ভাই শীত এলো

রসে ভরা হাঁড়ি।

সেই রসেতে জমবে ভালো

নানান রকম পিঠা।

মায়ের হাতের নানান পিঠা

খেতে লাগে মিঠা।

পূর্ববর্তী নিবন্ধঅনন্ত সিং : ব্রিটিশ বিরোধী আন্দোলনের বিপ্লবী সৈনিক
পরবর্তী নিবন্ধশীতের সুখ