বাইরে যখন কনকনে শীত
গায়ে কাঁপন ছুটে,
কেউবা তখন লেপ–তোশকে
শীতের মজা লুটে।
কেউবা শীতে পথের ধারে
বাঁচার আশায় লড়ে,
কেউবা তখন রুম হিটারে
কাটায় আয়েশ করে।
কেউবা দেখি হরেক বাহার
শীতের কাপড় পরে,
কেউবা আবার উদোম গায়ে
ঠক ঠকিয়ে মরে।
শীত যে কাটে পথশিশুর
আনন্দ বিহীন,
কতেক শিশুর তখন কাটে
ভ্রমণান্দে দিন।
শীত তুমি এমন কেনো
বৈষম্যে হও পার,
অর্থ বৃত্তের মাঝে দেখি
নিত্য তোমার হার।