রাউজান রোজ গার্ডেন ক্লাব : রাউজানের রোজ গার্ডেন ক্লাবের শীতবস্ত্র বিতরণ সম্প্রতি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রনালায় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবি এম ফজলে করিম চৌধুরী এমপি। পৌরসভা সদরের আদালত চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ। ক্লাব সভাপতি জাহেদুল হক স্বাগত বক্তব্য রাখেন।
সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারি কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আনোয়ারুল ইসলাম। উপস্থিত ছিলেন কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী, আজাদ হোসেন, কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস ডলি, চেয়ারম্যান আবদুর রহমান চৌধুরী. ইকবাল হোসেন চৌধুরী, একরাম হোসেন চৌধুরী, মো. জাবেদ, রিজোয়ানা হোসেন চৌধুরী রেখা, মাওলানা এনাম প্রমুখ।
মহানগর আহলে সুন্নাত যুব পরিষদ: শীতার্ত হতদরিদ্র মানুষের প্রতি সমাজের সামর্থ্যবান ও বিত্তশালী ব্যক্তিদের সাহায্য ও সহানুভূতির হাত সম্প্রসারিত করে তাদের পর্যাপ্ত পরিমাণে শীতবস্ত্র বিতরণ করে তাদের পাশে এসে দাঁড়ানো দরকার। নিঃস্বার্থভাবে শীতার্ত মানুষের সাহায্য ও সেবা করাই মানবতার সেবা। এমন মহৎ ও পুণ্যময় কাজই সর্বোত্তম ইবাদত।

গত ১৪ জানুয়ারী নগরীর অক্সিজেনস্থ শাহ হাবিব উল্লাহ স্কুল ময়দানে চট্টগ্রাম জেলা প্রশাসকের পক্ষ থেকে আহলে সুন্নাত যুব পরিষদ চট্টগ্রাম মহানগর এবং সুন্দর আগামী ফাউন্ডেশনের যৌথ তত্ত্বাবধানে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে বক্তারা এসব কথা বলেন। আবু সাদাত মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে এবং কাজী মুহাম্মদ রোকনুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ডা. মনির আজাদ। অতিথি ছিলেন কাযী মুহাম্মদ ওমর ফারুক আল–কাদেরী, মোহাম্মদ মোজাহেরুল হক কায়সার, এস এম আবদুস শুক্কুর, মোহাম্মদ রাশেদুল ইসলাম, আবু তৈয়ব সোহেল, আরিফুল ইসলাম হৃদয়, শায়ের ছৈয়দ মোহাম্মদ আদিল, সাইফুদ্দিন শান্ত, শিক্ষিকা রাবেয়া বেগম, মোহাম্মদ ফাহিম, মিনার মেহমুদ, কাযী মইনুল আহছান প্রমুখ।
ইসমাঈল নুরজাহান ফাউন্ডেশন : ইসমাইল–নুরজাহান ফাউন্ডেশনের শীতবস্ত্র বিতরণ গত ১৪ জানুয়ারী নগরীর আবদুল আজিজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। মো. ইকবাল হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আ.জ.ম. নাছির উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর শৈবাল দাশ সুমন, এম.এ সোবহান, মাহবুব উর রহমান, আবদুর রাজ্জাক, দিদারুল আলম, মো. মাসুদ, মো. শফি, সেকান্দর হোসেন, মো. আবুল কালাম আজাদ, সিরাজুল ইসলাম, জসিম উদ্দীন আরমান, অজয় চৌধুরী, শামসুল আলম শামস, আনিস আহমদ, মো. হেলাল উদ্দীন আলী, আরিফ উর রহমান, মো. ইমরান ইনু, মো. ইকরাম হাসান, মো. তানভির হাসান, মুহাম্মদ ইফতেখার শফি, আফতাব উদ্দীন আকিব, মো. এজাজ প্রমুখ।

পটিয়া পৌরসভা : শীতার্ত বীর মুক্তিযোদ্ধা পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করেছেন পটিয়া পৌরসভা মেয়র মো. আইয়ুব বাবুল। গতকাল সোমবার পৌরসভা মিলনায়তনে এ কম্বল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন পটিয়া পৌরসভা নির্বাহী সচিব নেজামুল হক, সাবেক ব্যাংকার নুরুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, ফকির আহমেদ, গোলাম কিবরিয়া, কামরুল ইসলাম, আবুল কালাম, নুরুল আমিন, আবুল কাশেম, শামসুল ইসলাম চৌধুরী প্রমুখ। এসময় মেয়র আইয়ুব বাবুল বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। তাদের আত্মত্যাগ ও শ্রমের বিনিময়ে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে তারা দেশের মুক্তিসংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। তাদের পরিবারের প্রতি সম্মান জানিয়ে পৌরসভার পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়।

রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগ : রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামীলীগের উদ্যোগে ৫০০ তৃণমূল কর্মীকে কম্বল উপহার দেয়া হয়েছে। গত ১৫ জানুয়ারি উপজেলা মুক্তমঞ্চে এসব কম্বল বিতরণ করা হয়। এই উপলক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামীলীগ সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী। সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় পৌরসভা আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশ নেন।
নেতৃবৃন্দ ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

চট্টগ্রাম জেলা পরিষদ : রাঙ্গুনিয়ায় জেলা পরিষদের পক্ষ থেকে ৫ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে। গত শনিবার উপজেলা মহিলা আওয়ামীলীগের মাধ্যমে জেলা পরিষদের কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সামশুল আলম তালুকদার। জেলা পরিষদের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম চিশতী এবং জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য অ্যাডভোকেট মোস্তফা রাহিলা চৌধুরী রেখা। উপস্থিত ছিলেন অ্যাডভোকেট রেহেনা বেগম, পলাশী মুৎসুদ্দী, হোসনে আরা বেগম, নীলুফা আক্তার, হালিম আব্দুল্লাহ, শিল্পী ঘোষ প্রমুখ।

মাদার দোকান মালিক কর্মজীবী সমিতি : মাদার দোকান মালিক কর্মজীবী সমিতির উদ্যোগে গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ওসমান গনি আলমগীর। এছাড়া উপস্থিত ছিলেন সহসভাপতি মো. হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মো. মনির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম ইমন প্রমুখ।












