মানবিক সংগঠন আমাদের আলোকিত সমাজের উদ্যোগে গত ২৫ ডিসেম্বর বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন সৈয়দপুর গ্রামে হাসান শাহীনুর একাডেমী স্কুল প্রাঙ্গনে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কামরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা কলামিস্ট ও রাজনীতিবিদ ড. মোহাম্মদ মাসুম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান এস এম জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মিটুল দাসগুপ্ত, নজরুল ইসলাম, সৈয়দ ইরফানুল আলম, নাছির উদ্দিন, এইচ এম রায়হান। বক্তারা সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানান অসহায় ও দুঃস্থদের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করার।
মোহরা ওয়ার্ড : হতদরিদ্র শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন মানবিক মানুষ জুয়েল, জাহেদুল করিম বাপ্পী, গোলাম মোস্তফা, জসিম, নয়ন। গতকাল তারা নগরীর মোহরা ওয়ার্ড থেকে শুরু করে কালুরঘাট পর্যন্ত বিভিন্নস্থানে শীতবস্ত্র বিতরণ করেছেন। এসময় তারা বলেন, আমরা প্রায়ই আমাদের চারপাশে পক্ষাঘাতগ্রস্ত অসহায় মানুষ দেখে থাকি। আমাদের সকলের যার যার সামর্থ্য অনুযায়ী এসকল মানুষের কল্যাণে এগিয়ে আসা উচিৎ। এই তীব্র শীতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ একটি মহৎ কাজ। মানব সেবায় মহান ব্রত নিয়ে সমাজের অসহায় ও শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক ও সামাজিক দায়িত্ব।