বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি পরিচালনা পরিষদের সভায় বক্তারা বলেছেন, শিশুর প্রতি ভালোবাসা শিশুসাহিত্য রচনার পূর্বশর্ত। শিশুদের আগ্রহ ও আনন্দের জায়গাটুকু খবর রাখতে হয় শিশুসাহিত্যিকদের। সেজন্য শিশু মনস্তত্ত্ব আয়ত্ত করে নেওয়া জরুরি। শিশুসাহিত্য যেন শিশুর আনন্দসঙ্গী হয়ে ওঠে, তার জন্য আমাদের ভাবতে হবে সব সময়।
গতকাল শনিবার চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শিশুরোগ বিশেষজ্ঞ ডা. প্রণব কুমার চৌধুরী। পরিচালক কবি রাশেদ রউফের পরিচালনায় আলোচনায় অংশ নেন সাহিত্যিক অধ্যাপক এলিজাবেথ আরিফা মুবাশশিরা, প্রাবন্ধিক নেছার আহমদ, ফেলো বিপুল বড়ুয়া, এমরান চৌধুরী, অরুণ শীল, উৎপলকান্তি বড়ুয়া, জসীম মেহবুব, সৈয়দ খালেদুল আনোয়ার, আজিজ রাহমান, আবুল কালাম বেলাল, কেশব জিপসী ও অমিত বড়ুয়া, উপ–পরিচালক জসিম উদ্দিন খান, ইসমাইল জসীম, রুনা তাসমিনা ও সৈয়দা সেলিমা আক্তার এবং কার্যকরী সদস্য সাহিত্যিক মর্জিনা আখতার, বাসুদেব খাস্তগীর, ইফতেখার মারুফ, মিলন বনিক, অধ্যাপক গোফরান উদ্দীন টিটু, লিটন কুমার চৌধুরী, অধ্যাপক কাঞ্চনা চক্রবর্তী, নিজামুল ইসলাম সরফী, প্রদ্যোত কুমার বড়ুয়া, ফারজানা রহমান শিমু, লিপি বড়ুয়া, শিপ্রা দাশ, অপু চৌধুরী, সুবর্ণা দাশ মুনমুন, আকাশ আহমেদ, শিউলী নাথ, সিমলা চৌধুরী প্রমুখ। সভায় আগামী মাসে বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে শিশুসাহিত্য উৎসব উদযাপনের সিদ্ধান্ত হয়। বক্তারা বলেন, ছোটোদের মন ও মনন গঠনে শিশুসাহিত্যের ভূমিকা অপরিসীম। ভবিষ্যৎ পৃথিবীর আদর্শ মানুষ গড়ে তোলার প্রস্তুতিপর্বে ছোটোদের চিন্তা–চেতনায় রুচিবোধ ও জীবনবোধ প্রতিষ্ঠায় প্রয়োজনীয় উপকরণ সমৃদ্ধ সাহিত্য রচনা একান্ত আবশ্যক। প্রেস বিজ্ঞপ্তি।