শীপ ব্রেকিং শিল্প শ্রমিকদের নূন্যতম মজুরি ১৬ হাজার টাকা বাস্তবায়নসহ ১০ দফা দাবি তুলেছে বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ)। গত শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের হলরুমে সংবাদ সম্মেলন করে এ দাবি জানানো হয়। নির্মাণ শ্রমিকদের কাজের সময় জীবনের নিরাপত্তা, শিপ ব্রেকিং শিল্প শ্রমিকদের জন্য ঘোষিত ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা বাস্তবায়ন, রেলওয়ে রানিং স্টাফদের মাইলেজ ভাতা বন্ধের প্রতিবাদ ও রেলওয়ে ত্রুটিপূর্ণ নিয়োগ বিধি–২০২০ সংশোধন এবং জাতীয় সংসদে উত্থাপিত অত্যাবশ্যকীয় জরুরি পরিষেবা বিল বাতিলসহ ১০ দফা দাবিতে এই সংবাদ সম্মেলেনের আয়োজন করে বিএলএফ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ লেবার ফেডারেশন (বিএলএফ) চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি নুরুল আবছার তৌহিদ। এ সময় উপস্থিত ছিলেন বিএলএফের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাকিল আক্তার চৌধুরী, বিলস্ এর চট্টগ্রামের চেয়ারম্যান এ এম নাজিম উদ্দিন, বিএফটিইউসির চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কাজী আনোয়ারুল হক, বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রিজওয়ানুর রহমান খাঁন, চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক কে এম শহিদুল্লাহ, শ ম জামাল উদ্দিন, জাতীয়তাবাদী রেল শ্রমিক ও কর্মচারী দলের সাধারণ সম্পাদক এম আর মঞ্জু, বাংলাদেশ জাতীয় শ্রমিক দল চট্টগ্রাম বিভাগের দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, বিএলএফ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আবছার ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রবিউল হক শিমুল ও চট্টগ্রাম মহানগর কমিটির সাধারণ সম্পাদক আবু আহমেদ মিয়া। এছাড়া সংশ্লিষ্ট আরো অনেকে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।












