আততায়ীর গুলিতে নিহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। গত বুধবার বিকালে দলের পক্ষে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বারিধারায় জাপানের দূতাবাসে যান এবং সাবেক প্রধানমন্ত্রীকে স্মরণে সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষর করে তার প্রতি শ্রদ্ধা জানান। এ সময়ে দলের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ উপস্থিত ছিলেন। খবর বিডিনিউজের।
শোকবার্তা লেখার পর আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমরা তার (আবের) এমন মৃত্যুতে গভীরভাবে শোকাভিভূত, খুবই মর্মাহত, বাংলাদেশের মানুষ মর্মাহত। জাপানের পার্লামেন্টের উচ্চকক্ষের নির্বাচনের দুইদিন আগে গত শুক্রবার সকালে নারা শহরে এক নির্বাচনী সভায় বক্তৃতার দেওয়ার সময় আততায়ীর গুলিতে নিহত হন সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। আমীর খসরু সাংবাদিকদের বলেন, শিনজো আবে বাংলাদেশের একজন ঘনিষ্ট বন্ধু ছিলেন এবং বাংলাদেশ-জাপানের সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠার পেছনে তার অনেক অবদান। বিশেষ করে বেগম খালেদা জিয়া যখন রাষ্ট্রক্ষমতায় ছিলেন তখন তার সাথে তিনি (শিনজো আবে) অনেক কাজ করেছেন। বিএনপির আমলে দেশের বড় বড় উন্নয়ন প্রকল্পে জাপানের ভূমিকার কথা স্মরণ করে তিনি বলেন, পদ্মাসেতুর ব্যাপারেও জাপান ফাইনেন্সিং করতে প্রস্তুত ছিলো। পরবর্তীতে সেটা বাতিল হয়ে গিয়েছিলো। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবেরও সুযোগ হয়েছিলো আবের সাথে কথা বলার। আজকে আমরা শোকবইতে সই করলাম। আমরা বিএনপির পক্ষ থেকে শোক জানিয়ে কিছু কথা সেখানে লিখেছি। আমরা আশা করি, জাপান-বাংলাদেশের যে সম্পর্ক তা অব্যাহত থাকবে। সাবেক বাণিজ্যমন্ত্রী খসরু বলেন, আবে একজন আন্তর্জাতিক নেতা হিসেবে খুবই যোগ্য ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘদিন ধরে রাজনীতিতে ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন দীর্ঘ সময়। জাপানের মানুষের ভালোবাসা নিয়ে তিনি দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় ছিলেন।