শাহ মোহছেন আউলিয়া (র.) মাজার পুনঃনির্মাণ কাজ উদ্বোধন

| শনিবার , ২৫ মার্চ, ২০২৩ at ৮:৫০ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার বটতলী গ্রামে অবস্থিত হযরত শাহ মোহছেন আউলিয়া (.) মাজার শরীফ পুনঃনির্মাণ কাজ ফলক উন্মোচন, মোনাজাত ও মাটি কাটার মধ্য দিয়ে উদ্বোধন করেন সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম. মনজুর আলম।

গতকাল প্রথম রমজান বাদে জুমা এ আউলিয়ার মাজার শরীফ নির্মাণ কাজের উদ্বোধন করা হল। আলহাজ্ব হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে অত্র মাজার শরীফ নির্মিত হবে। এ উপলক্ষে মাজার প্রাঙ্গণে আশেকান ও ভক্তদের এক অনুষ্ঠান হযরত শাহ মোহছেন আউলিয়া মাজার ও ওয়াকফ এস্টেটের

পরিচালনা কমিটির মোতওয়ালী এসএম ফজলুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম। বিশেষ অতিথি ছিলেন হোছনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি নিজামুল আলম, পরিচালক সরোয়ার আলম, ফারুক আজম, সাইফুল আলম, এইচ এম

স্টীলের নির্বাহী পরিচালক মোহাম্মদ শামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী ইয়াকুব নবী। আরও বক্তব্য রাখেন সৈয়দ আবেদ আবদুল্লাহ মনজুর, মোতোয়াল্লী এসএম জহুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়া, শামসুল আলম, মাস্টার আবু তাহের, সৈয়দ মোহাম্মদ ইউনুচ রজভী ও বাদশা আলম। মোনাজাত

পরিচালনা করেন হযরত শাহ মোহছেন আউলিয়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল ওয়াজেদ। প্রেস বিজ্ঞপ্তি।