আওলাদে রাসুল (দ🙂 গাউছুল ওয়ারা হযরত মাওলানা শাহসুফী সৈয়দ আব্দুল হাদী (রা🙂 মাইজভান্ডারীর ৫৪তম বার্ষিক ওরশ ও সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভান্ডারীর পবিত্র খোশরোজ শরীফ ফটিকছড়িস্থ মাইজভান্ডার দরবার শরীফ গাউছিয়া হাদী মনজিলে গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। ওরশে দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল, খতমে কুরআন, খতমে গাউছিয়া, ত্বওয়াফে হাজিবী, পবিত্র রওজা শরীফে গোছল/গিলাফ ছড়ানো, জিকরে মাইজভান্ডারী সেমা, কেন্দ্রীয় মিলাদ মাহফিল ও আখেরী মোনাজাত এবং তবারুক বিতরণ। মাহফিলে আওলাদে রাসুল আলহাজ্ব মাওলানা শাহসুফী সৈয়দ মঈনুল কবির মাইজভান্ডারী আল হাছানীর সদারতে ও জমিয়তে মইনুল হাদী গাউছে মাইজভান্ডারী কেন্দ্রিয় সমন্বয়ক কামরুল ইসলাম রাশেদ মাইজভান্ডারীর পরিচালনায় মিলাদ মাহফিলে তশরীফ আনেন রাহব্বরে তরিকত আল্লামা শাহসুফী সৈয়দ তানভীর হাদী মাইজভান্ডারী, আল্লামা শাহসুফী সৈয়দ তাজভীর হাদী মাইজভান্ডারী, ইমাম শরীফ মাইজভান্ডারী, শাহ মো. শরীফ মাইজভান্ডারী, মানিক দেওয়ান, মিশকাত, আব্দুস সালাম মাইজভান্ডারী, খাদেম আবুল কালাম মাইজভান্ডারী, মহিউদ্দিন মাইজভান্ডারী, হাসান (সও:), জিয়াউল আজিম সুমন, মাওলানা মাহবুব আলম আলকাদেরী, হাফেজ মাওলানা ইকবাল হুসাইন, এস এম সাজ্জাদ আলম মুন্না, আবু জাফর শাহ্ মাইজভাণ্ডারীসহ জমিয়তে মঈনুল হাদী গাউছে মাইজভান্ডারী ও মঈনুল হাদী যুব ফোরামের কেন্দ্রিয়, মহানগর, থানা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।